ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ

ভারতের রাজস্থান রাজ্যে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাজ্যের সুরাটগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বিমানটি বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন পাইলট। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। খবর এনডিটিভির।

তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানতে এরই মধ্যে বিশদ তদন্ত শুরু হয়েছে।

টুইটে আরও জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন