বৈরুতে বিস্ফোরণের খোঁজ খবর রাখছে হোয়াইট হাউজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২০ ১২:৩৩ অপরাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউজ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবনের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানি জানালেন, বৈরুতের বিস্ফোরণের খোঁজ খবর রাখছে হোয়াইট হাউজ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ম্যাকেনানির উদ্ধৃতি দিয়েছে, ‘একটা খবর জানাতে আমি এখানে। আমরা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছি।’

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন নিহতের খবর জানান এবং আহত হয়েছেন ২৮ শ জনের মতো।

এই ঘটনায় হোয়াইট হাউজের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ‘বৈরুতে বিস্ফোরণের ঘটনাটি আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং কোনও মার্কিন নাগরিক হতাহত হয়েছেন কিনা জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেদে নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন