বিসিএলের ফাইনালের প্রথম দিন ব্যাট হাতে ব্যর্থ রিয়াদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১২ পূর্বাহ্ণ

পেসবান্ধব উইকেটে হাসল ফজলে মাহমুদ ও এনামুল হকের ব্যাট। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় দক্ষিণাঞ্চল খুঁজে পেয়েছে রান পাহাড়ে উঠার পথ। তবে ব্যাট হাতে বিসিএলের ফাইনালের প্রথম দিন ব্যাট হাতে সাফল্যের দেখা পেলেন না টেস্ট থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৫ রান। কিন্তু শেষ দিকে প্রতিপক্ষের উইকেট ফেলে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের ৬ উইকেট ফেলে দিয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফজলে মাহমুদ খেলেন ৮৬ রানের দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস। তার ওপেনিং পার্টনার এনামুল হক ফেরেন ৭৬ রান করে। এছাড়া আল-আমিন ৩৯, শামসুর রহমান ৩৭* (ব্যাটিং) ও মেহেদী হাসান ৩৬ রান করেন। তবে ব্যাটিংয়ে ছন্দ খুঁজে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন মাত্র ১ রানে।

পূর্বাঞ্চলের হয়ে দুটি উইকেট নেন রুয়েল মিয়া। তবে খরচ করেন ৫৮ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৩০৫/৬, ৮৮ ওভার (ফজলে মাহমুদ ৮৫, এনামুল হক ৭৬, আল-আমিন ৩৯, শামসুর ৩৭*, মাহমুদউল্লাহ রিয়াদ ১, সোহান ১৮, মেহেদি ৩৬, ফরহাদ রেজা ৮*; রুয়েল ২/৫৮, আবু হায়দার ১/৪১, মাহমুদুল ১/৯৪, সাকলাইন ১/৫১ ও আফিফ ১/১৩)।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন