বিশ্ব পর্যটন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ৭:২০ অপরাহ্ণ

ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে” এ স্লোগান সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০১৯ উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জিএম মো. শাহজাহান কবীর।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপা মনি দেবী’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. খবিরুল আহসান, সহকারী কমিশনার মো. রাজিব হোসেন, নিলুফা ইয়াসমিন নিপা, জেলা তথ্য অফিসার মো. সিরাজুল হক মল্লিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জব্বার, বীরমুক্তিযোদ্ধা বনশ্রী পাল, আইরিন টেকনিক্যাল ট্রের্নিং ইনষ্টিটিউট এর স্বত্ত্বাধিকারী আইরিন সুলতানা প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন