বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ৩৩ হাজার ছাড়ালো

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:২০ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার ৩শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩৩ হাজার ৭৩০ জন। এছাড়া একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের বেশি। এতে করে মোট শনাক্তের সযখ্যা ২ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৬৩৪ জনে।

টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। নতুনভাবে এক হাজারের বেশি প্রাণহানি রেকর্ড হওয়ায়, দেশটিতে মৃতের সংখ্যা ৮১ হাজার ৩৯ জন । মোট আক্রান্ত ৪৯ লাখ ৪৮ হাজার ৯৯২ জন।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৯ হাজার ১৪৮ জন। আক্রান্ত ৬৭ লাখ ৫১ হাজার ১১৩ জন। ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩২ হাজারের ১১৭৮ জন। আক্রান্ত ৪৩ লাখ ৪৯ হাজার ৫৪৪জন।

মেক্সিকোতে প্রাণহানি ৭১ হাজার ৪৯ জন । সবমিলিয়ে বিশ্বে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ৯ লাখ ৩৩ হাজারের বেশি। আক্রান্ত ২ কোটি ৯৫ লাখের বেশি মানুষ।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন