বিপিএলে খেলবে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর প্লেয়ার্স ড্রাফট শেষ হয়ে গেছে। লটারির মাধ্যমে দেশি ও বিদেশি খেলোয়াড়দের বেছে নিয়েছেন দলগুলো। তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ক্রিকেটার হাসান মাহমুদকে কিনে নিয়েছেন ঢাকা প্লাটুন।


লক্ষ্মীপুর জেলা কিক্রেট একাডেমীর কোচ মনির হোসেন বলেন, এখানকার কোন খেলোয়াড়ের পূর্বে ক্রিকেটের এমন বড় আসরে খেলার সুযোগ হয়নি। হাসান বিপিএলে খেলার সুযোগ পাওয়ায় ক্রিকেট একাডেমীসহ জেলাবাসী খুবই আনন্দিত। ইতিমধ্যে এখানকার বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা করছেন হাসান মাহমুদ ভালো খেলে এ জেলার সুনাম বৃদ্ধি করবে।


ঢাকা প্লাটুন :
দেশি ক্রিকেটার:- তামিম ইকবাল (এ+), এনামুল হক বিজয় (বি), হাসান মাহমুদ (ই), মেহেদী হাসান (বি), আরিফুল হক (বি), মুমিনুল হক (এ), শুভাগত হোম (বি), মাশরাফি বিন মর্তুজা (এ+), রকিবুল হাসান (সি), জাকের আলি (ডি)।


বিদেশি ক্রিকেটার:- থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস ক্রিস, শহিদ আফ্রিদি।


উল্লেখ্য, হাসান মাহমুদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি মো. ফারুক হোসেনের ছেলে। সে ডান হাতি ফাস্ট বোলার। হাসান ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ^কাপে ১৪০ কিলোমিটার বেগে বল করে বিশ^ মঞ্চে নিজেকে মেলে ধরেছেন। হাসান মাহমুদ অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলে লক্ষ্মীপুরের হয়ে খেলেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন