বিনামূল্যে করোনা পরীক্ষার দাবিতে না’গঞ্জে সড়ক অবরোধ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ জুলাই, ২০২০ ১০:৫৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২ জুলাই) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষে নগরীর বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় কয়েক দফা পুলিশ বাধা দিলেও ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন বাম জোটের নেতারা।

দেশে বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসা চালু, অবিলম্বে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ চালু ও আধুনিকায়ন এবং স্বাস্থ্যখাতে দুর্নীতি-লুটপাট-অব্যবস্থাপনা বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়েজন করা হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বাসদের নির্বাহী ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ শহর কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল হাই শরীফ, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বিমল কান্তি দাস, সেলিম মাহমুদ, রাশিদা আক্তার, পপি রানী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, করোনা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি প্রয়োজন ব্যাপক পরীক্ষা করা এবং শনাক্তদের আলাদা করা। তা নিশ্চিতের জন্য দরকার পরীক্ষাকেন্দ্র বাড়ানো এবং বিনা পয়সায় পরীক্ষা করা। আমাদের আশপাশের সমস্ত দেশে বিনামূল্যে করোনা পরীক্ষা হলেও বাংলাদেশে করোনা পরীক্ষা ফি পরীক্ষাকেন্দ্রে ২০০ টাকা এবং বাসায় ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে ফি নিয়ে করোনা পরীক্ষার সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকার করোনা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার দায়িত্ব নিচ্ছে না। দেশে ব্যাপকভাবে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন