বার কাউন্সিলে সুযোগ চেয়ে স্ট্যামফোর্ডের ৪১ শিক্ষার্থীর রিট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪১ অপরাহ্ণ

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থী হাইকোর্টে একটি রিট করেছেন।

রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেয়ার নির্দেশনা চেয়ে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া এসব শিক্ষার্থী সোমবার রিটটি করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটকারী শিক্ষার্থীদের আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা দিচ্ছে না। এ কারণে রিট করা হয়েছে।

আবেদনে আইন সচিব, শিক্ষা সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্যকে (ভিসি) বিবাদী করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন