বার্তার উড়ন্ত সূচনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ৩:০২ অপরাহ্ণ

ওয়ালটন-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ফুটবলের এবারের টুর্নামেন্টের শুরুতেই চমক বার্তা২৪.কমের। নিজেদের প্রথম ম্যাচেই টাইব্রেকারে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দৈনিক সময়ের আলোকে।

রাজধানীর ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময় ছিল ১-১ গোলে ড্র। এরপর টাইব্রেকারে চমক দেখালেন দেশের প্রথম ডিজিটাল মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টালের রিপোর্টাররা। তুলে নিলেন অনায়াস জয়।

বার্তা২৪ ফুটবল দল পা রাখল ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই  টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে।

বার্তা২৪ ফুটবল দল

 

খেলার নির্ধারিত সময় ছিল ১-১ গোলে ড্র। প্রথমার্ধে সময়ের আলোর হীরা তালুকদারের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে দলের প্রয়োজনে গোলকিপার থেকে স্ট্রাইকার বনে যান অধিনায়ক সেরাজুল ইসলাম সিরাজ।

এরপর আর নির্ধারিত সময়ে গোলের দেখা মেলেনি। খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে বাজিমাত সেই সেরাজুল ইসলামের। ক্যাপ্টেনের হাত ধরেই বার্তার উড়ন্ত সূচনা! তিনিই জয়ের নায়ক।

টাইব্রেকারের সময়ের আলো’র প্রথম তিন শট আটকে দেন গোলকিপার ক্যাপ্টেন সেরাজুল। অন্যদিকে প্রথম তিন শটেই গোল আদায় করে নেন বার্তার তিন রিপোর্টার শেখ নাসির, মাজেদুল নয়ন ও শাহজাহান মোল্লা।

ম্যাচসেরা বার্তার অধিনায়ক সিরাজ

 

তবে ম্যাচসেরা আর কেউ নন, সেরাজুল ইসলাম সিরাজ। তার হাত ধরেই ধরা দিল দুর্দান্ত জয়!

বার্তা২৪.কম ফুটবল দল-
সেরাজুল ইসলাম সিরাজ (০২), মাজেদুল হক নয়ন (০৯), শাহজাহান মোল্লা (১০) শেখ নাসির (০৩), মাহফুজুল ইসলাম (০৯), অতিথি খেলোয়ার আমিনুল ইসলাম। কোচ: নাছির উদ্দিন মজুমদার, ম্যানেজার: মবিনুল ইসলাম

মতামতের জন্য সম্পাদক দায়ী নন