বঙ্গবন্ধুকে হত্যার পর রেল ব্যবস্থা ধ্বংসের পথে চলে যায়

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর রেল ব্যবস্থা ধ্বংসের পথে চলে যায় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। রবিবার দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন শেষে রেলমন্ত্রী আরও বলেন, ২০২১ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে। ইতিমধ্যে ৫০ ভাগ কাজ শেষ হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের রেলের অবকাঠামে নিয়ে সাফার করছি। তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারত এবং বাংলাদেশের রেল ব্যবস্থা একই ধরনের ছিল। মুক্তিযুদ্ধের পরে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর রেল ব্যবস্থা ধ্বংসের পথে চলে যায়। নতুন করে রেললাইন হয়নি, ইঞ্জিন, কোচ, নতুন ট্রেন কোন কিছু হয়নি। ৭৩/৭৪ সালে রেলওয়েতে লোকবল ছিল ৬৮ হাজার। এখন তা ২৫ হাজারে নেমে এসেছে। এখন লোকবলের অভাবে ১০৪টি ষ্টেশন বন্ধ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শুভাক্ত গীন, টিম লিডার রামন স্রিংলা, ডেপুটি টিম লিডার, সঞ্জয় কুমার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সুন্তুষ শাহু, সহকারী পরিচালক বাসকর বক্সি, ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে-এ আলম, ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন