ফেনীতে মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ

ফেনীর দুলামিয়ায় অভিযান চালিয়ে ২শ’ ৮৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে দুলামিয়া সড়ক এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৮৯ হাজার টাকা।

ফেনীস্থ র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী সিএনজি করে মাদকদ্রব্য বিক্রির জন্য ফেনীর দুলামিয়া রোড হয়ে ফেনীর দিকে যাচ্ছেন। র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল ফেনীর চট্রগ্রামগামী মহাসড়কের সংযোগস্থল দুলামিয়া রাস্তার সামনে একটি চেকপোস্ট পরিচালনা করে। এ সময় র‌্যাব সদস্যরা সন্দেহজনক একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি না থামিয়ে দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় মো. জাকির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক জাকির ফেনী সদর উপজেলার সুন্দলপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে। তাকে তল্লাশী করে সবুজ রংয়ের সিএনজির পিছনে বিশেষ কৌশলে রাখা ২৮৯টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৮৯ হাজার টাকা।

আটক ব্যক্তিকে ও উদ্ধার করা মাদক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন