ফেনীতে বড় ভাইয়ের বউকে পালিয়ে বিয়ে, ৩৬ বছর পর কারাগারে দম্পতি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ

বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার পর তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন নাছির উদ্দিন।  এ অপরাধে ১৯৮৫ সালে সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির এবং স্ত্রী পেয়ারা বেগমের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন।

কিন্তু এতদিন তারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি তাদের গ্রেফতার করে পুলিশ। অবশেষে ৩৬ বছর পর কারাগারে যেতে হয়েছে এ দম্পতিকে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তাদের কারাগারে পাঠানো হয়।

৩৬ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত ফেনীর সোনাগাজীর ওই দম্পতিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ১৯৮৫ সালে নাছির উদ্দিন প্রেম করে তার ভাই মাহবুবুর রহমানের স্ত্রী পেয়ারা বেগমকে ভাগিয়ে বিয়ে করেন। ১৯৮৫ সালের ২ জানুয়ারি মাহবুবুর রহমান বাদী হয়ে ভাই নাছির উদ্দিন ও তার স্ত্রীকে আসামি করে মামলা করেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯৮৫ সালের ৫ অক্টোবর নাছির উদ্দিন ও তার স্ত্রী পেয়ারা বেগমের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। প্রতারণা করে অন্যের স্ত্রীকে বিয়ে করার অপরাধে ওই দণ্ড দেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন