ফিরলেন সাকিব, শান্ত বাদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ মে, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ

‘সাকিব ফিরেছেন, তাই শান্তকে জায়গা ছাড়তেই হচ্ছে’— গেল সপ্তাহে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা এমনটিই জানিয়েছিলেন।

তাই বলে যে, দল থেকেই বাদ পড়ে যাবেন শান্ত, এমনটি জানা ছিল না কারও।

শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  কোয়ারেন্টিন পর্ব শেষে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অন্যদিকে বাদ পড়েছেন তরুণ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তার।

গত ১৬ মে বিসিবির এক কর্মকতা বলেছিলেন, সব ধরনের ক্রিকেট থেকে এক বছর নির্বাসনের সময় সাকিবের জায়গায় খেলেছে নাজমুল হোসেন শান্ত।  তিনে ব্যাট করেছে শান্ত।  ওই পজিশনে ব্যর্থ হয়েছে সে।  সৌম্যকেও সুযোগ দেওয়া হয়েছে। সেও ব্যর্থ হয়েছে। তাই সাকিবকে ফের তিনে ফেরানো হচ্ছে। ওর জায়গা আর নড়চড় করা হচ্ছে না। শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তিনে ব্যাট করবেন সাকিব।

তবে শান্ত কত নম্বরে খেলবেন সে বিষয়ে তখন কিছুই জানাননি তিনি।

শান্তকে শ্রীলংকা সিরিজের প্রথম দুই ম্যাচে না রাখার বিষয়ে যে কারণ থাকতে পারে তা হলো নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা।

সেই সফলে ২০ জনের দলে অন্যতম প্রধান সদস্য ছিলেন শান্ত। কিন্তু রঙিন পোশাকে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি।

যে কারণে ব্যাটিং পজিশন হারানোর পাশাপাশি এবার  দল থেকে বাদ পড়লেন শান্ত।

অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। পরে আইপিএলে অংশ নেওয়ায় শ্রীলংকা সফরেও টেস্ট সিরিজে অনুপস্থিত ছিলেন।  সে হিসাবে এক সিরিজ বিরতি দিয়ে দলে ফিরলেন সাকিব।

বৃহস্পতিবার দুপুরে তামিম ইকবালের নেতৃত্বাধীন চূড়ান্ত স্কোয়াডে আরও বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস।

নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডে থাকবেন নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

আগামী ২৩, ২৫ ও ২৮ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।  সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  প্রতিটি ম্যাচ দিবারাত্রির।  শুরু হবে দুপুর ১টায়।

একনজরে শ্রীলংকা সিরিজে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন