ফিফা র‌্যাংকিংয়ের সেরা তিনে আর্জেন্টিনা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ

সম্প্রতি ফর্মের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা। সে সুবাদে ফিফা র‍্যাংকিংয়ে সেরা তিনে উঠে এসেছে লিওনেল মেসির দল। তবে বাংলাদেশের জন্য নেই কোন সুখবর । চার ধাপ পিছিয়ে এখন ১৯২ নম্বরে অবস্থান করছে জামাল ভূঁইয়ার দল।

গত মাসেও র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল চারে। তবে চলতি মাসে ইতালি ও এস্তোনিয়াকে হারানোর ফল পেয়েছে দলটি। তাতেই এক ধাপ এগিয়েছে তারা। অন্যদিকে র‌্যাংকিংয়ের তিনে থাকা ফ্রান্স চার ম্যাচ খেলে জেতেনি একটিতেও। তিনটি ম্যাচ ড্র করেছে হেরেছে একটিতে। ফলে তারা নেমে গেছে চার নম্বরে।

ব্রাজিল যথারীতি আছে শীর্ষে। চলতি মাসে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে কোচ তিতের শিষ্যরা। দুইয়ে থাকা বেলজিয়াম এক ড্রয়ের বিপরীতে তিন জয় নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান।

চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের ফলে র‍্যাংকিংয়ে আরও অবনতি হয়েছে বাংলাদেশের। ১৮৮ থেকে তারা এখন ১৯২। এই অবনমনের মধ্যে দিয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেলো ২০০-এর দিকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন