ফাহাদের ‘একাকীত্ব’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ মে, ২০২১ ৩:৪৩ পূর্বাহ্ণ

আমাকে মুক্তি দাও-
স্বপ্ন বিভোর থেকে,
আমাকে মুক্তি দাও-
সকালের শুভ্রতা আর পথের ধারে জোড়া শালিকের দৃষ্টিনন্দন থেকে!

পথের পর পথ ছুটে চলতে চলতে-
চারপাশের সবুজ মাঠের ধানের শীষে মিশে থাকা শিশির বিন্দু থেকে!

আমাকে মুক্তি দাও!
তিন রাস্তার মোড়ে, ঝাউ গাছের ধারে পদ্মদিঘীর রাজপদ্মের মাঝে তোমার ছায়ামানবী থেকে!
পদ্মদিঘীর সিঁড়িতে পাশাপাশি বসে চোখের তারায় যে কথা হয়েছিলো-
সে কথা আজও হাওয়ায় উড়ে বেড়ায়-
কাল নেই,ক্ষণ নেই, দিন নেই, রাত নেই….

আমাকে মুক্তি দাও!

শেষ বিকেলে, নীড়ে ফেরা পাখিদের ভীড়ে-
তোমার আমার ঘরে ফেরার ইচ্ছেটা এখন মৃত প্রায়!!
হলুদ গোলাপের গাছটাও পানি শুন্যতায়!
টিনের চালে বৃষ্টির শব্দ আর তোমার কন্ঠে কবিতাখানা এখন অব্যক্তশ্রুতি আর চোখের কোণে জল!!

সন্ধ্যায় একেলা বারান্দার সামনের দাঁড়িয়ে থাকা গাছগুলো একাকীত্বের কাল সাক্ষী।
পুদিনা পাতার চায়ের ঘ্রাণ কেবলই জমে থাকে পাশাপাশি দুটি পেয়ালায় !
নিশীরাতের ঘোর কেটে যায়-
চোখের পাতা শুধু তোমায় খুঁজে বেড়ায়…
ঘুম ধোঁয়ায় উড়ে…

একাকীত্ব আমার চোখের জলে, দু:স্বপ্নের একেকটি রাত এঁকে যায় !

আমাকে মুক্তি দাও, এ কথা আর বলবোনা।
তবে যুক্তি শুনবো, তোমার মুক্তির জন্য।
কারন আমার সবটুকু চাওয়াই-
তোমার ভালোথাকা।
ভালো থেকো প্রিয়, যতটুকু ভালো থাকা যায়।।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন