ফজলে এলাহীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ

রাঙামাটির অনলাইন নিউজ পোর্টাল পাহাড় টোয়েন্টি ফোর সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জের ধরে সংরক্ষিত মহিলা আসনের এমপির মেয়ে ও ব্যবসায়ী নাজনীন আনোয়ারের মানহানিকর ও আইটি এ্যাক্টে মামলা দায়েরের প্রতিবাদে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাংস্কৃতিক কর্মী মনি পাহাড়ী, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, লংগদু প্রেস ক্লাবের পক্ষে আরমান খান, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারন সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারন সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: ইলিয়াস, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দেসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সাথে একাতত্বা প্রকাশ করেন রাঙামাটিতে বহুল প্রচারিত অনলাইন সিএইচটি টুডে ডট কম পরিবার।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মহল তাদের স্বার্থে আঘাত আসলে সাংবাদিকদের বিরুদ্ধে তারা মামলা হামলা করে সাংবাদিকদের কন্ঠরোধ করতে চায়। তেমনিভাবে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে পাহাড় টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদকের বিরুদ্ধে আইসটি এ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা অবিলম্বে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত: গত ৩ ডিসেম্বর অনলাইন পোর্টাল ‘পাহাড় টোয়েন্টি ফোর ডট কম’ এ প্রকাশিত ‘রাঙামাটি জেলা প্রশাসনের ‘পাইরেটস’ বিড়ম্বনা’ শিরোনামের সংবাদের প্রতিবাদে রাঙামাটির কোতয়ালি থানায় ১২ ডিসেম্বর ‘মানহানিকর অভিযোগ দায়ের করেন নাজনীন আনোয়ার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন