প্রস্তাবিত ভূমি আইন বাতিল দাবিতে লক্ষ্মীপুরে আইনজীবীদের মানববন্ধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২০ ৩:৫৮ অপরাহ্ণ

গণবিরোধী কালাকানুন বাংলাদেশ ভূমি আইন-২০২০ (প্রথম খসড়া-২০২০) বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে আইনজীবী সমিতি মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জজ আদালতের সামনে সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রবীণ আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামসুল আলম, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমি আইন কমিশন কর্তৃক কালো আইন (ভূমি আইন-২০২০) প্রণয়নের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেটি বাতিল করে পুরনো ভূমি আইন বলবৎ রাখতে হবে। ভূমি আইন-২০২০ অনতি বিলম্বে বাতিল করার দাবিতে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছে।

এ কালো আইনটি (ভূমি আইন-২০২০) যদি প্রণীত হয়, তা হলে দেওয়ানি আদালতে সার্বভৌম ক্ষমতা বহু অংশে খর্ব হবে। এ দেশের জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন