প্রথম দিন তামিম সাইফ শান্ত মুশফিকের ফিফটি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ

অনুশীলন ম্যাচে ব্যাটিং অনুশীলনটা ভালই হয়েছে।কাটুনায়েকে মাঠে তামিম-বনাম মুমিনুল একাদশের মধ্যে অনু্ষ্ঠানরত ২ দিনের ম্যাচের প্রথম দিন তামিম একাদশ স্বাচ্ছন্দে ব্যাটিংয়ে পার করেছে। প্রথম দিন শেষে তামিম একাদশের স্কোর ৩১৪/৬।

শনিবার তামিম একাদশের ৪ ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। তামিম করেছেন ৬৩,সাইফ হাসান ৫২,শান্ত ৫৩, মিরাজ ২৪ রানে অপরাজিত ছিলেন। তাইজুল থেমেছেন ২ রানে।

প্রথম দিন তামিম একাদশের ব্যাটসম্যানদের মধ্যে তাইজুল ছাড়া কেউ আউট হননি। ৭ বোলারের মধ্যে সফল শুধু তিনিই। দিনের অন্তিম সময়ে তাইজুলের উইকেট শুধু পেয়েছেন অফ স্পিনার শুভাগতহোম। তাইজুল উইকেটের পেছনে দিয়েছেন ক্যাচ (২)। তামিম একাদশের  অন্য ব্যাটসম্যানরা রিটায়ার্ড করেছেন।প্রতিটি পার্টনারশিপই হয়েছে বড় বড়।

প্রথম উইকেট জুটিতে তামিম-সাইফ যোগ করেছেন ৮১ রান, দ্বিতীয় উইকেট জুটিতে সাইফ-শান্ত করেছেন ৭৪ রান। ৩য় উইকেট জুটি যোগ করেছে ৪৯ রান। ৪র্থ উইকেট জুটিতে এসেছে ৫৪ রান। প্রথম সেশনে সতর্ক ব্যাটিংয়ে এসেছে ১০০ রান। দিনের দ্বিতীয় সেশনে সেখানে ১০৪ রান উঠেছে। শেষ সেশনে সেখানে উঠেছে ১১০রান।সবচেয়ে বেশি অনিয়ন্ত্রিত বোলিং করেছেন অফ স্পিনার নাইম হাসান, ওভারপ্রতি সাড়ে ৪ রান খরচা করেছেন তিনি।

তামিম একাদশ : ৩১৪/৬ (৭৯.০ ওভারে),তামিম ৬৩ রিটায়ার্ড আউট,সাইফ ৫২ রিটায়ার্ড আউট,শান্ত ৫৩ রিটায়ার্ড আউট, মুশফিক ৬৬ রিটায়ার্ড আউট, মিরাজ ২৪*,তাইজুল ২, এবাদত ১০-৩-২৪-১,শরীফুল ১১-২-২৯-০,শহীদুল ১০-৩-৪২-০,মুকিদুল ১৩-০-৬১-০,শুভাগতহোম ১১.২-০৪৬-১,নাইম হাসান ১৬-২-৭২-০,মুমিনুল ৮-০-৩১-০।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন