প্রথম দিনের লকডাউন লক্ষ্মীপুরে চলছে ঢিলেমিতে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন মানছে না সাধারণ মানুষ। এক সপ্তাহের লকডাউনের ১ম দিন সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে জেলাব্যাপী গণপরিবহন চলছে, দোকানপাটও রয়েছে খোলা। ঠিকমতো স্বাস্থবিধিও মানা হচ্ছে না। জেলা শহর, দালাল বাজার, জকসিন, মান্দারী, মজু চৌধুরীর হাটে এমন চিত্র দেখা গেছে।

জেলার প্রায় প্রতিটি এলাকায় একই পরিস্থিতি বিরাজমান। লকডাউনকে ঘিরে এসব স্থানে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। এতে করে উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা এ জেলায় করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল। তবে এর আগে রবিবার জনসচেতনতার সৃষ্টি করতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান সভা আয়োজনসহ মাস্ক বিতরণ করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের পরীক্ষায় ১৮ জনের পজেটিভ রিপোর্ট আসে। এ পর্যন্ত করোনায় ৪৩ জন মারা গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন