প্রতিটি ধর্ষক যেনো আমাদের কর্মফলের প্রতিচ্ছবি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২০ ৮:০৩ অপরাহ্ণ

সুবিচার আর আইনের সঠিক প্রয়োগ তো পরের কথা। সমস্যা সমাধান করার থেকে, সমস্যার ক্ষেত্র যেনো সৃষ্টি না হয়, সেদিকেই মূলত দৃষ্টিপাত করা উচিত।
রোজ একবার করে ভাবা উচিত আমার আপন গৃহেই কি একজন ধর্ষকের জন্ম দিচ্ছি ?
যাকে জন্ম দিয়েছি, তাকে পরিবারিক মূল্যবোধ,ও নৈতিক শিক্ষার পরিবেশ কি আমি সৃষ্টি করে দিতে পেরেছি ?
কতটা মজবুত আমার পারিবারিক ও নৈতিক শিক্ষার ভিত্তি, নিজে কি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছি ?
আমি নিজেই যদি ধর্ষক হই, তো আমার জন্মের সন্তান কি সুসন্তান রূপে আবির্ভূত হবে এই পৃথিবীতে? রক্ত কথা বলে, ধর্ষকের সন্তান ধর্ষকই হয়।
একটু একটু করে রোজ যে শিশু বড় হচ্ছে ধর্ষণের গল্প শুনে সে কিভাবে বুঝবে ঐশ্বরিক প্রেম আর ধর্ষণের তফাত ?
আজকাল তো অতি আধুনিকতার নেশায় দিশাহারা গোটা সমাজ ব্যবস্থা, কখনো কি খোঁজ নিয়ে দেখেছি আমার সন্তান বাড়তি এক্সপেরিমেন্ট হিসাবে এখন নেশার কোলকীতে সুখটান দিচ্ছে কিনা?
তার উপর উদুর পিণ্ডি, বুধুর ঘাড়ে। আমার আব্বা একটা কথা বলতেন “এমনি তে বাতাস, তার উপরে ধুলো”।
সন্তান ভুল করলে আজকাল দেখি বাপ মা আগে দৌড় দেয়, বাচ্চার হয়ে ক্ষমা ভিক্ষা চাইতে এমনকি টাকা পয়সা জরিমানা সহ পায়ে হাত দিয়েও ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করেন না।
ছোটবেলা থেকেই নীতিহীন কাজে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে আমরা পিতামাতারাই তাদের ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ রূপে এগিয়ে দিচ্ছি অন্ধকারে।
ফলাফলে এক সময় লাগামহীন ঘোড়ার ন্যায় টগবগ টগবগ করে এরা নষ্ট করেছে সামাজিক পরিবেশ।
বাবা মা তখন চাইলেও সন্তান কথা শোনেনা এক কথায় অবাধ্য যাকে বলে।
আমরা একদম ভুলে যাই লালন ফকিরের বাণী “সময় গেলে সাধন হবেনা”।
আরে প্রশাসন তো চাইবেই বাংলার ঘরে ঘরে এক একটা বেজন্মা কুকুরের জন্ম হোক। হাজার সমস্যার সৃষ্টি হোক তাহলেই তো তাদের উদরপূর্তির ক্ষেত্র সৃষ্টি হবে।
আমি বলবো নিজেকে বদলান, নিজের সন্তান কে নৈতিক পরিবেশে, বন্ধুর মতো সাথে থেকে মানুষ করুন। যদি দুরন্তপনা আর বখাটেপনা করতে মন চায় তবে ঘরে বসেই বাপবেটা আড্ডাবাজি মাস্তি করুন না।
তবুও বলবো আপনার সন্তান কে হাত ছাড়া করবেন না।
কেমন পরিবেশে সে বেড়ে উঠছে সেটা দেখুন কাদের সাথে মিশছে,সেটা লক্ষ করুন ভালো মন্দের তফাৎ বুঝতে সাহায্য করুন, ভালোবাসা আর ভালো কথা দিয়ে। সর্বোপরি সবকাজের জবাবদিহিতার ক্ষেত্র সৃষ্টি করুন।
সত্যি বলতে যে নৈতিক শিক্ষা আপনার নিজের ভিতর নেই, সেই শিক্ষার আলো আপনার বাচ্চা কোথা থেকে পাবে?
সরকারের দিকে আঙুল উঁচিয়ে কিচ্ছু হবেনা তাতে আপনারই ক্ষতি।
সরকার কাউকে শিখিয়ে দেয়নি তুমি বিবেক বর্জিত নরপশু হও।
আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষাক্ত বাতাস ঢুকে গেছে। চামচামি আর দাদালির আখড়া আমরাই সৃষ্টি করেছি নিজেদের স্বার্থে।
আমরাই বরং সরকারী ট্যাগ লাগিয়ে বাড়তি সুযোগ আর অন্যায়ের পথে হাঁটছি।
নিজের কর্মফলেই আজ আমরা রোজ হাজার হাজার ধর্ষকের জন্ম দিচ্ছি।
যে দেশে বাপ লোলুপতা মেটাতে নিজের কন্যার যোনিতে চুমুক বসায়, সে দেশে ছেলে তার মায়ের কাপড় খুঁলে উরুতে চুমুক বসাতে দু’বার ভাববেনা, আর এটাই ভবিতব্য।
আজ একজন নারী হয়ে নয়, একজন মানুষ হয়ে ধিক্কার জানাচ্ছি নিজেই নিজের প্রতি।
হায় আফসোস ১৯৭১ সালে মুক্তিবাহিনী যদি জানতো যে তাদের রক্তের দামে কেনা এই স্বাধীন বাংলার আকাশে রোজ হাজারও বেজন্মা ধর্ষকের জন্ম হবে তাহলে তাঁরা কোনোদিনও মুক্তিযুদ্ধ করতেন না।
বর্তমান প্রেক্ষিতে বলবো
যারা যারা মনে করেন অন্যায়ের প্রতিবাদ করলে সরকার বিরোধী কথা বলা হয়।
তাদের জন্য বলছি, জনগণের দাবি আদায়, সমসাময়ীক সমস্যার সমাধান সঠিক ভাবে পরিচালনার জন্যই কিন্তু সরকারের জন্ম।
তাই রসাতলে যখন গেছি, তখন সঠিক বিচারের জন্য প্রতিবাদ জরুরি, মুখ খুলুন নিজ নিজ অবস্থান থেকে। তবে আমার একান্ত কামনা, প্রতিবাদ করার মতো ক্ষেত্র সৃষ্টি হওয়ার আগ থেকেই সমস্যার মূল কারণ অনুধাবন করে প্রতিরোধ কারাই শ্রেয়।
নিজেকে বদলান দেখবেন এক এক করে গোটা সমাজটাই বদলে যাবে।
তখন প্রতিটি সন্তানের কাছেই ধর্ষণ শব্দটি একদম অপরিচিত শব্দে রূপান্তরিত হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন