পানির নিচে চাপা পড়লেন প্রবাসী, হেলিকপ্টারে উদ্ধার (ভিডিও)

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ জুন, ২০২০ ২:৫৭ অপরাহ্ণ

ওমানে হঠাৎ বৃষ্টিতে পাহাড়ের পাশের রাস্তায় পানি জমে যায়। পাহাড় থেকে আসার পানির স্রোতে গাড়ির উপরেও পানি উঠে যায়। ভয়াবহ এ পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে উদ্ধার করতে ব্যর্থ হয়। পানির কারনে তাদের বড় গাড়ি চলছে না।

 

পরে তারা বিমান বাহিনী দিয়ে হেলিকপ্টারে করে কবির হোসেন নামের এক বাংলাদেশীকে উদ্ধার করেন ।তিনি বসবাস করতেন ওমানের সালাহ লাহ নামক এলাকায়। কবিরের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বাইশমারায়।

 

প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবির হোসেন বলেন, আমার মত একজন বাংলাদেশীকে বাঁচাতে ওমানের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এটি একটি বিরল ঘটনা।মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। রাত ৯টা থেকে চেষ্টা করে সাড়ে ১২টার মধ্যে আমাকে মরণের পথ থেকে উদ্ধার করেছেন ওমান প্রশাসন। এজন্য আমি ও আমার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। বিস্তারিত শুনুন ভিডিওতে…

মতামতের জন্য সম্পাদক দায়ী নন