পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার নারীর মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ জুলাই, ২০২১ ১২:০০ পূর্বাহ্ণ

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ভাড়াটিয়া এক নারী পাওনা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। ২২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান আয়শা সিদ্দিকা ঝড়া (৩০) নামের ওই নারী। গত ১১ জুন গভীর রাতে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

 

হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনের নামোল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেন ওই নারীর মা লিপি খাতুন।

তবে ‘মামলাটি রেকর্ড হলেও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়’ বলে গণমাধ্যমে অভিযোগ করেছিলেন আয়শা সিদ্দিকা ঝড়া।

চিকিৎসাধীন অবস্থায় তার অভিযোগ, ‘পাওনা টাকা না দেওয়ার জন্য পূর্বপরিকল্পিত এ হামলা করেছে আমার ওপর’।

 

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম ও আহত ওই নারী গত ১৫ জুন থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ডা. নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন আয়সা সিদ্দিকা ঝড়ার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

জানা যায়, মামলার এজাহারকারী লিপি খাতুন তার বিধবা কন্যা আয়শা সিদ্দিকা ঝড়াকে নিয়ে বসবাস করতেন ওই বাসায়। ঘটনার দিন রাতে তাদের পাওনা টাকা ফেরত দেওয়া হবে বলে সন্দিগ্ধ জড়িতরা বাসা থেকে ডেকে শহরের পুনাক ফুড পার্কে যেতে বলে। সেখানে যাওয়ার পর দেনাদার রাশেদ আহমেদসহ আরো চারজন সেখানে উপস্থিত ছিলেন। পরে গভীর রাতে নিজ বাসার সামনে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, গত ১১ জুন রাত ১১টায় আয়শা সিদ্দিকা ঝড়া (৩০) নামে এক নারী রক্তাক্ত জখমে গুরুতর আহতাবস্থায় জরুরী বিভাগে আসেন। তার পেছন দিক থেকে ধারালো অস্ত্রের আঘাতে দুই পায়ের লিগামেন্টসহ রক্তনালী বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়। ওইদিন রাতেই তারা রোগীকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই নারীর মা এবং মামলার এজাহারকারী সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বুলুর স্ত্রী লিপি খাতুনের অভিযোগ, ওই দিন শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন সংলগ্ন পুনাক ফুড পার্কে পাওনা টাকা দেওয়ার জন্য আমাদের ডেকে নিয়ে যায় ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ। সেখানে গিয়ে দেখি মিজানুর রহমান মিজু, আনিসুর রহমান বিকাশ, বিপুল আহমেদ ও জাকির হোসেনসহ আরো দুই-তিনজন সেখানে উপস্থিত। পূর্ব কথামতো রাশেদ পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং ঝড়ার সঙ্গে ঝগড়া, তর্কাতর্কি ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে সেখান থেকে রাত সোয়া ১০টার দিকে বেরিয়ে মিজানুর রহমান মিজু, আনিসুর রহমান বিকাশ, বিপুল আহমেদের একটি সাদা কারে উঠে বাসার উদ্দেশে ফিরে আসি। বাসার সামনে পৌঁছামাত্র চারজন লোক আমাদের ওপর হামলা করে। হামলার সময় গাড়িতে বসে থাকা মিজু ও বিকাশ বাইরে বের হননি। মিজু, বিকাশ বিপুল ও রাশেদের যোগশাজসে এ হামলা হয়েছে বলে অভিযোগ লিপি খাতুনের।

 

ওই নারীর চাচা আব্দুর রশিদ জানান, ঘটনার পরে চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়দের সাহায্যে গুরুতর জখম আয়সা সিদ্দিকা ঝড়াকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক তাপস কুমার পাল জানান, ‘তদন্ত শুরু করেছি, কিছু প্রাসঙ্গিক আলামতসহ ঘটনাস্থলের আশপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলি বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। আশা করি খুব শীঘ্রই জড়িদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব’।

 

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় নিহতের মা বাদী হয়ে ২১ জুন পাঁচজনের নামসহ হত্যার চেষ্টার অভিযোগে করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।

 

ওসি সাব্বিরুল ইসলাম জানান, গভীর রাতে শহরের হাউজিং এলাকায় নারীর ওপর হামলা ও গুরুতর জখমের অভিযোগে করা মামলাটির তদন্ত চলছে। যারাই এ ঘটনায় জড়িত থাক তাদের আইনের আওতায় আনা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন