পদ ছাড়ার ঘোষণা হেফাজতের নায়েবে আমির আউয়ালের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ

হরতালে সহিংসতায় ক্ষুব্ধ হয়ে হেফাজতে ইসলামের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে শবেবরাতের বয়ানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন। তবে সংগঠনটিতে একজন কর্মী হিসেবে থাকবেন বলেও জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ২৭ মার্চ হরতাল ডেকেছিল হেফাজতে ইসলাম। ওই কর্মসূচিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ সহিংসতা হয়। হরতালকারীরা বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকে আহতও হন।

এই সহিংসতায় ক্ষোভ জানিয়ে সংগঠনটির অন্যতম নায়েবে আমির আবদুল আউয়াল শবেবরাতের বয়ানে বলেন, ২৮ মার্চ রোববার  হরতালের দিন সকালে মসজিদে পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। ফজরের পর থেকে মসজিদের গেটের সামনে তিনটি কামান, সাঁজোয়া যান, পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে স্পষ্ট জানিয়ে দেন মিছিল বের করতে চাইলে অ্যাকশনে যাবেন। প্রয়োজনে গুলি খাবেন। তখন আমি সবাইকে জানমালের স্বার্থে মসজিদের গেটের বাইরে যেতে বারণ করি। কারণ আমাদের তো অস্ত্র নেই। যদিও অনেক আবদার করেছি, চেষ্টা করেছি কিন্তু মসজিদ থেকে বের হতে পারিনি। বের হতে দেয়নি। এখন শুনছি চিটাগং রোডে ১৭টি গাড়ি পুড়ছে। এখন তারা বলছে, আপনি যদি আমাদের কথা না মানতেন তাহলে ১৭টি গাড়ি পোড়ানোর মামলায় এক নম্বর আসামি হতেন আপনি। আমরা যাব কোথায়? তারাও আমাদের বুঝতে চায় না, আমাদের অতি উৎসাহী লোকজনও বুঝে না।’

তিনি বলেন, যারা বলছে হুজুরের কমান্ড ভেঙে তারা গেল না কেন? আমি বলছি, আল্লাহর ওয়াস্তে আমি আর তোমাদের হেফাজতের দল করব না। আমি মসজিদে থাকব। ভবিষ্যতে আর নেতৃত্ব দেব না। মসজিদ-মাদ্রাসা নিয়েই থাকব। সরাসরি নেতৃত্বে আর যাব না, যাব না, যাব না।’

তিনি আরও বলেন, আমি একবার নিষেধ করেছি। তোমরা যারা অতিউৎসাহীওয়ালা আছো তোমরা করো। আমার এখন বার্ধক্য বয়স। অসুস্থ মানুষ, হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না। এখন কথাও ঠিকমতো বলতে পারি না। আমি আর হেফাজতের নেতৃত্ব দেব না। আমি কর্মী হিসেবে যতদিন বেঁচে থাকি, থাকব। নেতৃত্বের মধ্যে নেই। সংবাদ সম্মেলন করে ঘোষণা দেব, আমি আর হেফাজতের নেতৃত্বে নেই।’

তিনি অভিযোগ করে বলেন, তারা আমার এই কথাগুলোকে উপেক্ষা করে  (সোমবার ২৯ মার্চ) আসর নামাজের পর দোয়ার কথা ছিল এখানে (ডিআইটি মসজিদ)। তারা এখানে না করে দেওভোগ মাদ্রাসায় দোয়া করেছে। তাহলে অটোমেটিক আমাকে সাইড করে দিয়েছে। তারা বলে এমন নেতা (আব্দুল আউয়াল) দিয়ে চলবে না। আমি নেতৃত্ব ছেড়ে দিলাম। আমি ইস্তফা দিয়ে দেব। আমার আমিরের পদ দরকার নেই। একজন সাধারণ মুসলমান হিসেবে যতদিন বেঁচে থাকি ততদিন হেফাজতের কর্মী হিসেবে থাকব।’

মাওলানা আউয়াল বলেন, তারা আমাকে মাইনাস করে বলছে কেন আমি ব্যারিকেড ভেঙে তাদের নিয়ে মসজিদ থেকে বের হলাম না। যদি আমি ব্যারিকেড ভেঙে বের হতাম তাহলে আজ দেখতেন ডিআইটি মসজিদ ভেঙে ঝাঁঝরা হয়ে গেছে। যখন গোলাগুলি শুরু হতো তাহলে এখানে লাশ পড়ে যেত কয়েকটা। আর ডিআইটি মসজিদের গ্লাস একটাও থাকত না। তখন আইভীও বলত অন্যরাও বলত আবদুল আউয়ালকে সরাতে হবে। এখানে তাকে রাখা যাবে না। তার কারণে মসজিদ আক্রান্ত হয়েছে। সে এখানে থেকে গ-গোল করে।’

এ বিষয়ে গতকাল মঙ্গলবার আবদুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মোবাইল ফোনে কল দিলে তার খাদেম মাহাদী হাসান বলেন, ‘তিনি (আবদুল আউয়াল) ব্যস্ত আছেন, এখন কথা বলতে পারবেন না।’

তার এ সিদ্ধান্তের বিষয়ে হেফাজতের কেন্দ্রীয় কোনো নেতার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন