নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ

নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম (৭৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বদিউল আলম সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকুট গ্রামের মৃত নরু মিয়ার ছেলে। তিনি সেনবাগ থানার নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২৫ সেপ্টেম্বর কারাগারে আসেন।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার ফণী ভূষণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত ১টার দিকে বদিউল আলম কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সেনবাগ থানার করা মামলায় গত ২৫ সেপ্টেম্বর থেকে তিনি কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন