নোয়াখালীতে ৮২ মামলায় ৯৮ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ৮২ মামলায় ৯৮ হাজার ৭১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৈকত রায়হান মামলা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা সদরসহ ৯টি উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন মনিটরিং কার্যক্রমসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮২ মামলা দিয়ে ৯৮ হাজার ৭১০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

এসময় জনসাধারণের মধ্যে ৫০০ মাস্ক বিতরণ করাসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও লকডাউন মানতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন