নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ

নোয়াখালী সদর উপজেলায় সুদের টাকার জন্য ব্যবসায়ী মো. সোহেলকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে পিটিয়ে আহত করার পর দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামে নিহত সোহেলের লাশ নিয়ে বিক্ষোভ করেন গ্রামবাসী।

নিহতের বাবা আবুল কালাম বলেন, নুরু পাটোয়ারীর হাটের সুদের কারবারি নুর মোহাম্মদ দীর্ঘদিন যাবত এলাকায় চড়া সুদে টাকা লেনদেনের ব্যবসা করে আসছেন। সোহেলের কাছে নুর মোহাম্মদ ৬-৭ লাখ টাকা পাবেন বলে আমাকে জানায়। সোমবার সকাল ৯টার দিকে নুর মোহাম্মদের ছেলে মো. ফারুক ও রুবেলসহ অজ্ঞাত এক যুবক সোহেলকে নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। এতে মৃত্যু হলে তার মুখে বিষ ঢেলে দেয়।

ঘটনার পর খবর পেয়ে বাবা আবুল কালামসহ স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ট্রমাস বড়ুয়া জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই পুলিশ মামলার প্রধান আসামি মো. ফারুক হোসেনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

মতামতের জন্য সম্পাদক দায়ী নন