নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার মাইজদী-বেগমগঞ্জ সড়কের নোয়াখালী গেইটে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে সিএনজি চালক মহিউদ্দিন (৩১) ঘটনাস্থলেই মারা যান এবং ঘটনাস্থল থেকে সিএনজি আরোহী কামালকে (৪৮) আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সিনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসে।নিহতরা হলেন নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে মহিউদ্দিন এবং একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে সিএনজি চালক কামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানাায়, সোনাপুর থেকে ফেনীগামী সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি বাস রাত ৯টার দিকে নোয়াখালী পৌরসভা গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি বাসের নিচে ঢুকে দুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মহিউদ্দিন নিহত হন এবং কামালকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন