নোয়াখালীতে নেভি অফিসারসহ আরও ২৯ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ মে, ২০২০ ১১:০৪ অপরাহ্ণ

নোয়াখালীতে নৌবাহিনী অফিসার, পুলিশ ও সিভিল সার্জনের গাড়ি চালকসহ আরও ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫৬ জন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, উপজেলায় নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন সহকারী চিকিৎসক, একজন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সদস্য, সিভিল সার্জনের গাড়িচালক ও একটি ওষুধ কোম্পানীর এমপিও-এর স্ত্রী ও শিশু সন্তানসহ ১১ জন রয়েছেন।

আক্রান্ত নৌবাহিনী অফিসারকে ঢাকায় সিএমএইচএ ভর্তি করা হয়েছে। অন্যরা নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রিয়াজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় সোনাইমুড়ীতে আরও ৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু জানান, উপজেলায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঘোষবাগ ইউনিয়নের ২ জন ও নরোত্তমপুর ইউনিয়নের ২ জন রয়েছেন। উপজেলায় মোট আক্রান্ত ৬০ জন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন