নোয়াখালীতে করোনা পরীক্ষা দ্রুত করতে পৌরসভার উদ্যোগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ মে, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ

করোনাভাইরাস কোভিড-১৯ পরীক্ষা দ্রুততর করার লক্ষ্যে নোয়াখালী পৌরসভার উদ্যোগে নমুনা সংগ্রহ দল গঠন করা হয়েছে। এই দল শুধু পৌরবাসীর সেবার জন্য কাজ করবে।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন পৌরমেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

মেয়র জানান, পৌরসভার ডাক্তার, টেকনোলজিস্টসহ স্বাস্থ্য বিভাগের পাঁচ সদস্যের একটি দল জেলা সিভিল সার্জন দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। দলটি পৌরসভার নিজস্ব অ্যাম্বুলেন্স নিয়ে নমুনা সংগ্রহ করবে।

এই নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে বলে তিনি জানান।

মেয়র বলেন, পৌরসভার নাগরিকদের দ্রুত এ রোগ নির্ণয়ের লক্ষ্যে পৌরসভা এই সেবা চালু করেছে। এর যাবতীয় খরচ পৌরসভা বহন করবে।

এদিকে জেলায় নতুন ২৯ জনসহ মোট ৪৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন মোমিনুর রহমান জানিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন