নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকার করার কারণে ৬ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার আলু বাজার এলাকার বাবুল রাঢ়ী (৩৮), আব্দুল হাকিম (৪০), খাজা আহাম্মদ (৩৫), দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের আবু সায়েদ (৩৯), হাইমচর লামচরীর মো. রাসেল (২৫) ও মো. মাসুদ (২৮)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান  বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী এর নেতৃত্বে কোস্টগার্ড সিসি শাহাদাৎ হোসেন ও টিমের সদস্যরা, উপজলা মৎস্য বিভাগ ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হরিণা ও ইশানবালা এলাকা থেকে ৮ জন অসাধু জেলে আটক করা হয়। একই সময় ৩ লাখ মিটার কারেন্ট জাল ও সুতার জাল এবং ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আসামি ৬ জনের এক মাস করে জেল এবং আটক আমির হোসেন গাজী (১২) ও আবুল হাসান রাঢ়ী (১০) শিশু হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় ৫০টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। বিকেলে কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন