ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল শাহবাগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২০ ৪:৫১ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নানা কর্মসূচিতে উত্তাল হয়ে রয়েছে শাহবাগ। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীদের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে দেখা যায়।

‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে পালিত হচ্ছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। এতে যোগ দিয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। ‘ধর্ষণের ও নিপীড়ন বিরোধি ছাত্র জনতা’, ‘সেভ আওয়ার ওম্যান- বাংলাদেশ’ এবং প্রগতিশীল বিভিন্ন সংগঠন রাস্তায় থেকে ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে।

‘এই বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের আস্তানা জালিয়ে দাও-পুড়িয়ে দাও’, ‘অবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই’, ‘যেই সরকার ধর্ষক পোষে, সেই সরকার চাই না’ ইত্যাদি স্লোগান দেয়া হচ্ছে কর্মসূচি থেকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন