দেশে করোনায় বেশি আক্রান্ত হচ্ছে তরুণরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ মে, ২০২০ ১১:৩৭ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরাই। ২১ থেকে ২৮ বছর বয়সী এ তরুণদের আক্রান্তের হার ২৮ শতাংশ।

শনিবার (৩০ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, আক্রান্তের বয়সের বিশ্লেষণ থেকে জানা যায়, ১ থেকে ১০ বছরের মধ্যে শতকরা তিনজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে শতকরা সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে শতকরা ২৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে শতকরা ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে শতকরা ১১ জন এবং ৬০ বছরের বেশি শতকরা ৭ জন আক্রান্ত হয়েছে। ২৯ মে পর্যন্ত এটা আক্রান্তের হিসাব বলে জানান নাসিমা সুলতানা।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৬৬০৮ দাঁড়িয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন