দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব শুরু ২০ জানুয়ারি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২০ ৬:২২ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ মাসেই মাঠে গড়াবে ‘প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০’। যেখানে এবার অংশ নেবে ৫৫৬টি স্কুল দল। ১১ হাজারের বেশি ক্রিকেটারের এই লড়াই শুরু হবে দেশের ৬৪ জেলায়, ৭০টি ভেন্যুতে।

ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে এই আয়োজন শুরু আগামী ২০ জানুয়ারি থেকে। যা কীনা দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব।

এবারও স্কুল ক্রিকেটের পৃষ্টপোষক প্রাইম ব্যাংক। এবার সংগত কারণেই নাম পাল্টে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজনে সামিল থাকছে এই লড়াই। নামটাও তাই- ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।’

জেলা পর্যায়ে প্রথম ভাগে লড়াই শুরু। এরপর ৬৪ জেলার চ্যাম্পিয়নদের নিয়ে বিভাগীয় পর্যায়ের লড়াই। ৭ বিভাগের চ্যাম্পিয়ন আর ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলকে নিয়ে জাতীয় পর্যায়ের খেলা শেষে পাওয়া যাবে চ্যাম্পিয়ন স্কুলকে।

স্কুল ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল ও রানার্স আপ বগুড়া পুলিশ লাইন হাই স্কুল।

শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচন করা হয় টুর্নামেন্টের লগো। লগো উন্মোচনে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ অনেকেই

মতামতের জন্য সম্পাদক দায়ী নন