দেবিদ্বার থানার ওসি প্রত্যাহার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ণ

কুমিল্লার দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার রাতে ব্রাহ্মণপাড়া-দেবিদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষ কারণে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ারকে নির্বাচনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেবিদ্বারে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলবে।

গত বছরের ৩ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এ বিষয়ে ওসি জহিরুল আনোয়ার যুগান্তরকে জানান, সরকারি নির্দেশনা এসেছে নির্বাচনি কার্যক্রম থেকে বিরত থাকতে, তাই দুদিনের ছুটি নিয়ে রাতেই দেবিদ্বার ত্যাগ করেছি।

এদিকে এর আগে তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও সংঘাত ছড়িয়ে পড়ে। নির্বাচনে ভোটারদের রয়েছে নানা ভয়-শঙ্কা।

তবে জেলা রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ নির্বাচনে মোট ভোটার রয়েছে তিন লাখ ৩৭ হাজার ও কেন্দ্র রয়েছে ১১৪টি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন