দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ মার্চ, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। প্রত্যুষে উপজেলা প্রশাসন, অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন গুলো স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে সরকারী নির্দেশমতে সকাল ৮টায় অনুষ্ঠান শুরু করেন।


এদিকে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়। উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মী মাঠে উপস্থিত হওয়ার আগেই কেন অনুষ্ঠান শুরু করা হলো এ নিয়ে শুরু হয় প্রশাসন ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে বাক-বিতন্ডা। নেতা-কর্মীরা মাঠ ত্যাগ করতে চাইলে এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক ও অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমানের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।

এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ। পরবর্তীতে শুরু হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ দিবসের অনন্যা কার্যক্রম।


অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল) শাহ্ শিবলী সাদিক, অফিসার ইন-চার্জ মোঃ মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের কন্যা সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ অন্যান্য নেতা-কর্মীরা। সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশিত হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন