দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে অনিশ্চিত সাকিব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফরে পা রাখার পরই সাকিব আল হাসান জানতে পারেন মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সর্বশেষ গতকাল তিনি পার আরেকটি দুঃসংবাদ। অসুস্থ তার সন্তানেরাও। এ অবস্থায় স্বাভাবিকভাবেই সফরের বাকি অংশে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে তার খেলা।

রোববার জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডের পর টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, অন্তত ২৩ মার্চের তৃতীয় ওয়ানডের আগে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নেই। তিনি শেষ ওয়ানডেতেও খেলবেন, এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত। তবে ওয়ানডে সিরিজের পর এবং টেস্ট সিরিজের আগে যেহেতু ছয় দিন বিরতি আছে, খুব প্রয়োজন হলে তখন হয়তো একবার ঢাকায় ঘুরে আসতে পারেন সাকিব। সবকিছুই নির্ভর করছে তার মা ও সন্তানদের শারীরিক অবস্থার ওপর।

এরআগে গত ১৫ মার্চ থেকেই হাসপাতালে ভর্তি সাকিবের। তার ছোট দুই সন্তানেরও নাকি নিউমোনিয়া ধরা পড়েছে। কিছুটা অসুস্থ বড় মেয়েও। এ ছাড়া সাকিবের শাশুড়িও অসুস্থ বলে জানা গেছে।

আগামী ২৩ মার্চ ওয়ানডে সিরিজ শেষে ডারবানে খেলতে নামবে বাংলাদেশ। এরপর আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৭ এপ্রিল।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন