তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

রাজধানীর সায়েন্সল্যাবে ধাওয়া পাল্টা ধাওয়ার পর সংঘর্ষে জাড়িয়ে পড়েছেন তিন কলেজের শিক্ষার্থীরা। রোববার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১টা থেকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার পর এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিন রোড এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। সংঘর্ষের কারণ এখনও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষের শুরু হয়েছে।

এ সময় সাইন্সল্যাব এলাকায় ধসে পড়া ভবনের সংবাদ প্রকাশ করতে আসা সাংবাদিকরা শিক্ষার্থীদের ভিডিও করতে গেলে তারা গণমাধ্যম কর্মীদের ক্যামেরা কেড়ে নেয় এবং কয়েকজনকে অপমান অপদস্থ করে। এ সময় পুলিশ তাদের রক্ষা করে।

অপমান অপদস্তর শিকার হয়ে প্রথম আলোর ক্যামেরাম্যান জাকারিয়া বলেন, তারা লাঠি সোটা হাতে নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটাতে যাচ্ছিল আমরা ভিডিও করতে গেলে তারা খারাফ আচরণ করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন