ডাকাত সন্দেহে সীতাকুণ্ডে একজনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার ভোরে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া দুজনকে আটক করা হয়েছে।

নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নে দুই বাড়িতে বাড়িতে ডাকাতি করে এক দল ডাকাত। ডাকাতি শেষে পালানোর সময় দুজনকে আটক করে এলাকাবাসী।

এরপর ডাকাতদের ওই দলটি পার্শ্ববর্তী বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের ঢুকে। এ সময় ওই এলাকার লোকজন আগে থেকেই ডাকাতি রোধে পাহারা দিচ্ছিলেন। এ সময় তারা এক ডাকাতকে ধরে ফেলেন। পরে মাইকে ঘোষণা করলে এলাকাবাসী এসে তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদপুর ইউনিয়নের জাহিদ হোসেন নিজামী মেম্বার জানান, প্রফেসর আবুল কালাম টুটুল ও নুর নবীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

বাড়বকুণ্ড ইউনিয়নের জামাল উল্লাহ মেম্বার বলেন, মুরাদপুর ইউনিয়নে ডাকাতি করে আমাদের এলাকায় ঢুকলে পাহারাদাররা একজনকে ধরে ফেলে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন