টেকসই নদীবাঁধ নির্মাণে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৬ পূর্বাহ্ণ

মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কবল হতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাকে রক্ষা ও দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করা হয়েছে।

বুধবার বিকেলে রামগতি ও কমলনগরের এমপি মেজর (অবঃ) আব্দুল মান্নানের সাথে আলোচনায় বসেন পীর সাহেব চরমোনাইর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এছাড়াও সাবেক এমপি এবিএম আশ্রাফ উদ্দীন নিজান, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেছবাহ উদ্দীন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর,কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন মাষ্টার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরী, জেএসডির সভাপতি আব্দুল মোতালেব, জাতীয় সমাজতান্রিক দল বাসদের নেতা আব্দুল মজিদ, বিকল্পধারার সভাপতি মোহাম্মাদুল্লাহ মিয়া,সেক্রেটারি, মোহাম্মদ সিদ্দিক, তোরাবগন্জ ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, চরমার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া ভাই,চরফলকন ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, চরলরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরনসহ নানা শ্রেনী পেশার লোকজনের সাথে মতবিনিময় করা হয়েছে।
ইসলামী আন্দোলনের নেতারা জানায়,  প্রাথমিক ভাবে তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পরে গোলটেবিল বৈঠক করবেন।
এরপরেও দাবী আদায় না হলে রামগতি-কমলনগরে তীব্র আন্দোলন গড়ে তুলবেন তারা।প্রয়োজনে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে দলটির।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পীর সাহেব চরমোনাই মনোনীত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য পদে হাতপাখা মার্কার প্রতিদ্বন্দ্বী মুফতি মুহাম্মাদ শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম বাসার,সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান,সেক্রেটারি মুসলেহ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা শাখার সহ-সভাপতি, মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা হোসাইন আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় কালে সকল দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ নদী বাঁধের দাবীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এই দাবীর সাথে একাত্মতা ঘোষনা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন