টিকা আনতে চীনের উদ্দেশে বিমান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ জুলাই, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ

চীনের সিনোফার্মের তৈরি টিকা আনতে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছে বিমান। শুক্রবার সকালে বোয়িং-৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ নিয়ে এ যাত্রা করে বিমান।

 

ফ্লাইটটি রাত ১২টায় চীনের তৈরি টিকার একটি চালান নিয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এ ছাড়া বিমানের আরেকটি ফ্লাইট সন্ধ্যায় টিকা আনতে বেইজিং যাবে।

 

পাইলটদের সংগঠন বাংলাদেশে পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনে চরম কষ্ট নিয়ে পালইটরা ফ্লাইট পরিচালনা করছেন। কারণ বিমানের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও পাইলটদের করা হয়নি। বর্তমানে পাইলটদের ৫০-৭০ শতাংশ বেতন কর্তন করা হচ্ছে। এতে চরম বৈষম্যের শিকার হচ্ছেন পাইলটরা। ফ্লাইট পরিচালনার জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার পরও দেশের এ সয়ককালে তারা প্রাধনমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে যাচ্ছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন