জাতীয় দলে মুস্তাফিজ এখনও গুরুত্বপূর্ণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জুন, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ

এই মুহূর্তে তিন ফরম্যাটের ক্রিকেটেই অনিয়মিত হয়ে পড়েছেন মুস্তাফিজুর রহমান। তারপরও বাংলাদেশ দলে তাকে এখনো গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইনজুরির কারণে আগের সেই ধাঁরালো বোলিংয়ে কিছুটা চিড় ধরলেও এখনো তার যথেষ্ঠ দক্ষতা রয়েছে। মিনহাজুলের মতে ‘কাটার মাস্টার’ খ্যাত এই ক্রিকেটারের এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।

নিজের কার্টার ও স্লোয়ার বোলিংয়ের কারণে বিশ্বব্যাপী রহস্যময় বোলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ফিজ। বাংলাদেশ দলের বোলিং কোচরাও বল নিয়ে খেলা করার বিভিন্ন কৌশল শিখিয়ে দিচ্ছেন তাকে। যা তাকে টেস্টে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে। নান্নু বলেন,’ মুস্তাফিজ এখনো বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ। আমার মতে দলকে দীর্ঘ সময় ধরে সার্ভিস দেয়ার মত সামর্থ্য ও দক্ষতা তার মধ্যে রয়েছে। সে এখনো বয়সে তরুণ। নিজের দক্ষতা আরো বাড়ানোর জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিপাক্ষিক সিরিজ জয়ে বড় ভুমিকা রেখেছিলেন মুস্তাফিজ। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরপরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটবিশ্বে নিজেদের জায়ান্ট দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এরপর ক্রমেই ওয়ানডে ক্রিকেটে আরো শক্তিশালী হয়ে উঠতে থাকে টাইগাররা। আর এই শক্তিশালী হবার নেপথ্যে বড় অস্ত্র ছিল মুস্তাফিজ। প্রধান নির্বাচক নান্নুর দৃঢ় বিশ্বাস বাঁহাতি এই পেসারের টেস্টে প্রতিষ্ঠা লাভের সুযোগ এখনো আছে।

তিনি আরও বলেন, ‘কিছুটা ঘাটতি থাকলেও শিক্ষার্থী হিসেবে সে খুব ভালো। তার কিছুটা ইনজুরি সমস্যা ছিল, যেটি তাকে মানষিকভাবেও কিছুটা প্রভাবিত করছে। তবে এই মুহূর্তে তার মধ্যে কোনো ইনজুরি নেই। আমি জানি নিজেকে প্রমাণে সে মরিয়া হয়ে আছে। আমার মতে বিষয়টি এখন সময়ের ব্যাপার। বিশেষ করে সে ফিটনেস ও দক্ষতা বাড়ানোর জন্য যেভাবে কঠোর পরিশ্রম করছে, তাতে আমি আশাবাদী।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন