চাঁদপুরে করোনা আইসোলেশনে ইউনিটে ২ জনের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ মে, ২০২১ ৯:০৫ পূর্বাহ্ণ

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ মে) আরো দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ, অন্যজনের করোনা নেগেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৭ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মো. সোলেমান (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার হাজীগঞ্জের অলিপুর এলাকায়। গত ২৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনায় আক্রান্ত ছিলেন তিনি।

অন্যদিকে শনিবার সকাল ৮টার দিকে একই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান আ. হামিদ (৬০)। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকায়। গত ৩০ এপ্রিল সকালে সদর হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তার নমুনা টেস্টের রিপোর্ট করোনা নেগেটিভ।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, যে দুজন মারা গেছেন তাদের শারীরিক অবস্থা বেশ জটিল ছিল।

প্রসঙ্গত, করোনার শুরু থেকে এই পর্যন্ত চাঁদপুরে চার হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন