চরমোহনায় কালভার্ট ভেঙ্গে মানুষের কষ্ট

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২০ ৯:৩১ পূর্বাহ্ণ

রায়পুরের চরমোহনা ইউনিয়নের চরবিকন্স ফিল্ড রাস্তার ওপর নির্মিত কালভার্টের ঢালাই ভেঙে গেছে। এতে করে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে চার গ্রামের মানুষ।

 

এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক বছর ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে আছে।

 

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠান জানান, বিষয়টি তিনি উপজেলা এলজিইডি বিভাগকে অবহিত করে উন্নয়নকাজ করার তাগাদা দিয়েছিলেন। প্রাথমিকভাবে রাস্তা উন্নয়নকাজের দরপত্র হয়েছে।

 

উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, রাস্তার উন্নয়নকাজের দরপত্র হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। রাস্তার কাজ শুরু হলে ভাঙা কালভার্টও মেরামত করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন