গাজীপুরে মাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২০ ১০:০৫ পূর্বাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদী সোনাবো পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা খাতুন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদী সোনাবো পশ্চিমপাড়ার আদুরভিটি এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে বাড়ির উঠানে ধান শুকানোর কাজ করছিলেন রেহেনা খাতুন। এ সময় পাশে বসে ডাব খাচ্ছিল তার স্কুলপড়ুয়া ছেলে। হঠাৎ আরাফাত দা দিয়ে তার মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে রেহেনা মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা এগিয়ে এসে রেহেনাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এলাকাবাসী নিহত রেহেনার ছেলেকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ওই কিশোরকে আটক করে।

গত দুই বছর ধরে ওই কিশোর মানসিক অসুস্থতায় ভুগছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম ঢালীসহ নিহতের স্বজনরা জানান, ওই কিশোর কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। ঘটনার সময় মানসিক ভারসাম্য হারিয়ে সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন