করোনা প্রতিরোধে চকরিয়ায় সবুজ বাংলাদেশের জীবাণুনাশক স্প্রে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২০ ২:২৬ অপরাহ্ণ

জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ দেশব্যাপি সচেতনতা কার্যক্রমের কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৩১ মার্চ) কক্সবাজার চকরিয়া উপজেলাতে বিভিন্ন স্থানে জীবানূনাশক স্পে করেন সদস্যার।সবুজ বাংলাদেশ চকরিয়া শাখা প্রায় ৪ঘন্টার মতো জীবাণুনাশক স্পে করেন। সেই সাথে জনগণকে সচেতন থাকতে এবং বাসায় থাকার জন্য আহবান করেন। তাছাড়া বিভিন্ন বাজার, বাড়ি, মসজিদ, দোকান পাট, রাস্তা, গাড়ি সহ নানা স্থানে স্পে করেন টিমটি।

সবুজ বাংলাদেশ চকরিয়া শাখার আহবায়ক ওমর ফারুক  আজাদ বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের সব ইউনিটে সব রকম কার্যক্রম চলছে এবং এটি চলবে যতদিন করোনা থাকবে। আমরাও জাতীয় কর্মসূচির ভিত্তিকে আজকের এই জীবাণুনাশক স্পে করছি। আমাদের সকলের সচেতনতাই পারে করোনাকে মোকাবেলা করতে।

জীবাণুনাশক স্পে পরিচালনা করেন সবুজ বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার আহ্বায়ক উমর ফারুক আজাদ, সদস্য সচিব তারেক মোহাম্মদ সাগর,যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরফাত,শরিফুল ইসলাম,আসাদুল হক,রাসেল উদ্দিন রানা,মোহাম্মদ মারুফ  প্রমূখ।

বেসরকারিভাবে সবুজ বাংলাদেশ তাদের সব শাখার মাধ্যমে খাদ্য বিতরণ, সচেতনতামূলক স্পে, লিপলেট বিতরণ, পরিস্কার সামগ্রী বিতরণ সহ নানা কাজ হাতে নিয়েছে।

উল্লেখ্য, গতকাল (৩০ মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলা ডেপুটি বাজার ম্পে করেন সদস্য এবং বরগুনা জেলাতে স্পে করেন সবুজ বাংলাদেশ এর সদস্যরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন