করোনা: ক্রিকেট বিশ্বকাপ বাছাইও স্থগিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ

বিশ্ব ক্রীড়াঙ্গন এখন স্থবির। বন্ধ এখন সব ধরনের টুর্নামেন্ট। করোনাভাইরাস মহামারীর কারণে কোনো ধরনের খেলাই যে এখন আর আয়োজন করা যাচ্ছে না। তার ধারাবাহিকতায় ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়্যালদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ৩০ জুনের আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজনের জন্য সূচি তৈরি করা হয়েছিল। সেসব পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ক্রিকেট দুনিয়ার এই নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির এই সিদ্ধান্তে কুয়েত, দক্ষিণ আফ্রিকা, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া ও ফিনল্যান্ডে কোনো ধরনের ক্রিকেট টুর্নামেন্টই হচ্ছে না জুনে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

সারাবিশ্বে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৮০০ জন। মারা গেছেন ২১ হাজারেরও অধিক মানুষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন