করোনায় ২৪ ঘণ্টায় আরো আক্রান্ত ২০৯ জন, মৃত্যু ৭

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ৩:৩৫ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ সময় মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৪৬।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন,গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পূর্বের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। মোট ১৩ হাজার ১২৮ টি নমুনা পরীক্ষা করেছি। গত ২৪ ঘণ্টায় ৮৯ জন আইসোলেশনে আছেন। মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন। মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।  পিপিই মজুত আছে ৫ লাখ ১৫ হাজার ১২২ টি। বিতরণ হয়েছে ৯৪ হাজার ৮০০ টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন