করোনায় মৃত লাশ দাফন সৎকার প্রশিক্ষণ করেন সবুজ বাংলাদেশ ও ইনাফা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ মে, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কভিট১৯ দেশব্যাপি মহামারী করোনায় আক্রান্ত দিন দিন বেড়ে চলছে। লক্ষ্মীপুরেও করোনা আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্ত মৃত লাশ দাফন, সৎকার কার্যক্রম সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এবং ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন (ইনাফা) নামে দুইটি সংগঠন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং ইসলামী ফাউন্ডেশনের সহযোগীতায় ৭এপ্রিল রোজ বৃহঃপ্রতিবার বেলা ১২টায় সিভিল সার্জন অফিসে ঘন্টা ব্যাপি প্রশিক্ষণ করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পননা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন।

প্রশিক্ষণে ধর্মীয় নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে কি করে দাফন এবং সৎকার করা হবে সেটি সেচ্ছাসেবকদের শিখানো হয়।
সেচ্ছাসেবক টিমটি পুরোও জেলা নিয়ে কাজ করবে বলে জানান কর্তৃপক্ষ। প্রশিক্ষণে অংশ নেয় তিনজন নারী সেচ্ছাসেবক সহ মোট ২৫জন। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ প্রদান করা হয়। সেচ্ছাসেবকদের নিরাপত্তা সরঞ্জাম সহ যাবতীয় সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটাওয়ারী।

প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফান্ডেশনের উপ-পরিচালক আশিকুর রহমান, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান পাটাওয়ারী, সবুজ বাংলাদেশ সভাপতি মোঃ শাহীন আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন (ইনাফা) সভাপতি জালাল উদ্দিন রুমি, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আহমদ, প্রমুখ

মতামতের জন্য সম্পাদক দায়ী নন