করোনা টিকার দ্বিতীয় ডোজের এসএমএস যাবে সোমবার থেকে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ

করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য সোমবার থেকে প্রথম ডোজ টিকা গ্রহীতারা মোবাইলে এসএমএস পেতে শুরু করবেন। স্বাস্থ্য অধিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সভায় পরবর্তী টিকাদান কার্যক্রম সংক্রান্ত ছয়টি দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।

দিকনির্দেশনাগুলো হলো-

১. আগামী ৮ এপ্রিল থেকে দেশব্যাপী দ্বিতীয় ডোজ করোনা টিকা দেওয়ার পাশাপাশি প্রথম ডোজ টিকাদান অব্যাহত রাখতে হবে।

২. আগামী ৫ এপ্রিল থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকার তারিখ এসএমএস দিয়ে জানানো যাবে। এসএমএসে উল্লেখ করা তারিখ অনুযায়ী প্রথম ডোজ নেওয়ার কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

৩. আগামী ৬ এপ্রিল থেকে বেক্সিমকোর সহায়তায় দেশব্যাপী টিকা পরিবহন শুরু করতে হবে। জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটির কাছে টিকা পৌঁছে দেওয়া হবে।

৪. রোজার মাসে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

৫. লকডাউনে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। টিকা কার্ড সঙ্গে রেখে রিকশা বা ব্যক্তিগত যানবাহন নিয়ে টিকা গ্রহীতারা কেন্দ্রে যেতে পারবেন।

৬. টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে মসজিদের মাইক, ক্যাবল টিভি ইত্যাদি ব্যবহারসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে।

চলমান করোনা টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে এসব দিকনির্দেশনাগুলো পালন করতে বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন