করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৩ ১:৪৪ পূর্বাহ্ণ

‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হচ্ছে। মানুষের কাছে পুষ্টিকর ও সুস্বাদু ইলিশ পৌঁছানোর লক্ষ্যে ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ।

এ উপলক্ষে শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদরের ডা. আব্দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও জাটকা সংরক্ষণ সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা দত্ত।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান ও ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ।
পরে মজু চৌধুরী হাট ঘাট থেকে নৌ র‍্যালি বের হয়ে মেঘনা নদী প্রদর্শন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা অংশ নেয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন